কথার পিঠে কথার মালা গাঁথলেও অামাকে বুঝিয়ে উঠা হয়নি কখনো। অপ্রকাশিত এক অামি খুব সেচ্ছাচারী! অদ্ভুত অামি হৃদয় খুঁড়ে খুঁড়ে বাসা বানাতে পারি।
অামার ব্যক্তিগত সভ্যতায় পচন নেই বলে ভাঙাটা কখনো হয়ে উঠে না। যে গড়েছে সে গড়ার ক্ষমতা দিয়ে ই গড়েছে, সে বিশ্বাসটাও অামার একান্ত। অামাকে দিয়ে প্রেম হয়না তো সরে যাও! অহংকারের জায়গা অামার একটাই, ওটা মুছে ফেলা অসম্ভব! অামি এক ইচ্ছের দণ্ডে দণ্ডিত, অামার গতি তুমি জানোনা;
নিজেকে নিয়ে ভাবো!
অামি একদিন স্মৃতি হয়ে যাবো কারো অাঙিনায়!