একদিন সখী,
পূরাবে আশা খানি,
মিলবে হাত, দেখবে চোখ,
হাসবে হৃদয় মিলনানন্দে,
আমরা হবো রজনী,
আমরা ধরণী,
হবো আনন্দের সাথী।
সুখপাখি মুক্তাকাশে উড়ো উড়ো সুখ বিলাবে যুগল নামে।
অলকস্রোতে প্রণয়তরী ভাসিয়ে ভেসে ভেসে হেসে উঠবো স্বর্গের সীমানায়,
আমরা হবো প্রেমের পাখি।
উচ্ছল আঁখি, স্বপ্নের প্রতিশ্রুতি ভেঙে গড়িয়ে পড়ে স্বর্গের শিউলী তলে,
দারুণ আশার পিপাসা ঐ পুষ্প মঞ্জুরীতে,
উদাস জীবন প্রতিক্ষার নাবিক প্রশান্ত অতলে।