সবে তো নিজেকে চিনতে শিখেছি
প্রেমে পড়ার মতো নয়,
বাস্তবতার বিষাক্ততায় নিজেকে অাবিষ্কার করি নিকোটিনে- এক ভ্রান্ত প্রেমিক।
আমার ঘুম কেবল স্বপ্নের সীমানা পর্যন্ত,
জাগরণে হতাশা আর ক্লান্তি।
মাঝেমধ্যে বুকের ভিতর মুচড়ে উঠা কেমন জানি ভয় লাগে,
কখন জানি অন্তসমুদ্রের জলোচ্ছাসে ভেসে না যাই আমি -আমার অস্তিত্ব!
আমি চোখের সাথে আড়ি করে ছেড়ে দেই প্রেমের ঘর,
প্রেম বেঁধে রাখতে পাড়েনা কভু?
একটু একটু করে যখন প্রেমের ভিতর ঢুকে পড়ি মিলিয়ে যায় জলের চাঁদ,
অতঃপর, নিজেকে চিনতে অাবিষ্কার করি বিরাট শূন্যতা!