একদিন ভোর হবে,
আকাশে হাল্কা মেঘ ভাসবে,
পাখিরা কিচির মিচির শব্দে
সবার ঘুম ভাঙ্গাবে,
কেউ খবরের কাগজে,
কেউ চায়ের চুমকে -
পেয়ে আমেজ, মেতে উঠবে নতুন মেজাজে,
মৃদু বাতাস জানালা দিয়ে-
ঢুকে আমাকে জড়িয়ে ধরবে,
কিন্তু আনবে না শিহরন এ মনে"
ঘুমিয়েই থাকবো ভীষণ  অভিমানে, "


প্রতিদিনের ন্যায়  আসবে কয়েকটা পাখি,
ঘুম থেকে উঠে যাদের আমি টেবিলে দেখি,
তারা আসবে, ছড়িয়ে ছিটিয়ে দিবে সব বই খাতা,
না বলা কিছু কথা লিখা আছে যে ডাইরিতে,
তাদের ঝগড়াতে, সেটাও চাপা পরে যাবে,
আর ঠিক তক্ষনি, না না, আরও একটু পর,
কারো পায়ের ধাক্কায়, ছোট্ট, খুবই ছোট্ট
একটা বোতোল ভাঙার শব্দ হবে,
কেউ একজন বলবে,
"ভোর বেলাতে তোর আবার কি হলো? "
আমি নিরুত্তর থাকবো- থাকবো অনন্তে ঘুমে ঘুমন্ত