আমি  সৎ  আমি ভালো,
চরিত্রে নেই দাগ - কালো ।।
আমার বক্তব্য শোনে ভক্ত - হাজার,
রমরমিয়ে চলছে ধর্মের ব্যবসার বাজার ।।
আমার দ্বিতীয়া স্ত্রীকে গোপন রেখে
প্রথমার সাথে দিন কাটে সুখে,
হঠাৎ একদিন দ্বিতীয়ার সাথে -
করতে গেলাম দেখা,
খবরের শিরোনামে দেখি রাতে
আমার নাম খুব সুন্দর করে লেখা, ।।
সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে আমায় নিয়ে
আমি নাকি নিরুদ্দেশ, হাসলাম খিলখিলিয়ে।।
অন্ধ ভক্ত আছে আমার পথ চেয়ে,
এদের কে বোঝাবে আমি লম্পট চরিত্রহীন,
আমি বেচি ধর্ম, রাত দিন বাঁচি হয়ে ধর্মহীন,
আমি জানি, আগের জনের মতো
আমাকেও বাঁচিয়ে নিবে হাজার অন্ধভক্ত।।
তারা মূর্খ, তারা পাগল বোকা,
আমাদের ধরতেই পারে না খেয়ে ধোকা ।।
আলেমের সংখ্যাতে আমরা শীর্ষে,
পরকিয়াতেও আমাদের নাম বহির্বিশ্বে ।।
বিয়ে বিয়ে খেলাতে আমরা মেতে,
কতো আইন যুবক যুবতীর প্রেম ঠেকাতে
আমরাই ঢুকিয়ে দিই যুবাদের মনে ভয়
নিজেরা করে চলি নিজের মতো এনজয় ।।
ভয় আমাদের?? মোটেও না,
সবাই অন্ধভক্ত, জ্ঞানী না ।।
ঘটে চলে রাত দিন কতো ঘটনা,
এরা সবাই ফেসবুকে প্রতিবাদী-
তার থেকে বেশি কিছু না ।।
এরা বাঙালি বস, নতুন কিছু পেলে
আজ না তো কাল , সবই যাবে ভুলে।।
এদের দৌড় ফেসবুকের স্ট্যাটাস অবধি,
ফেসবুকের বাইরে মানুষের মগজের সমাধি।।
এসব মানুষের কি নাম দেবো?
তোমরাই না হয় একটু ভেবো ।।