প্রিয় হবু বউ,
আমি তোমাকে রসুন ছিলে না দিতে পারলেও,
পেঁয়াজ টা কেটে দিতে ঠিকই পারবো।
আমি শাক- সব্জি খুব একটা না কাটতে পারলেও
আলুটা তো কাটতে পারবো।
প্রিয় হবু বউ,
তোমাকে নিয়ে একটা কাব্য না লিখতে পারলেও
ভোরবেলা তোমার অগোছালো চুল,
শান্ত হয়ে থাকা ঠোঁট,এসব দিয়ে
অন্তত দুলাইনের একটা কবিতা লিখতে পারবো।
প্রিয় হবু বউ,
তোমাকে মাসের মাসে শাড়ি দিতে না পারলেও
দুই ঈদে অন্তত দুটো শাড়ি দিতে পারবো।
প্রতিদিন  রেস্টুরেন্টে না নিয়ে যেতে পারলেও
সপ্তাহে বা মাসে একদিন ঠিকই নিয়ে যাবো।
প্রিয় হবু বউ,
তুমি প্রতিদিন যদি পারো আমার -
পোশাক করে দিতে পরিষ্কার
আমি অন্তত একটি দিন
তোমার চুলে শ্যাম্পু করে দিতে পারবো।
প্রিয় হবু বউ
তুমি আমার ব্যাগ ,চুল ,জামার বোতাম
লাগিয়ে দিতে পারলে,
আমি অন্তত তোমার শাড়ির কুঁচি টা ধরে দেবো।
প্রিয় হবু বউ
যদি বাবা মায়ের কথায় কষ্ট পাও,
ছাদের এক কোণে  
বসবে অভিমানী মনে।
আমার কাছে অভিযোগের জন্য।
কিন্তু দুর্ব্যবহার এর প্রদর্শন করবে না,
তারা আমাদের বাবা মা একথা ভুলবে  না।
প্রিয় হবু বউ,
তোমাকে কেউ ধোকা দিয়েছে
নাকি তুমি কাউকে দিয়েছো,
সেটা জানতে চাইনা,
শুধু সত্য বলে কবুল করবে
মিথ্যে বলে না।
প্রিয় হবু বউ,
প্রথম প্রেমের কষ্ট যেতে ভুলে
শেষ করছিলাম নিজেকে তিলে তিলে
বিড়ি আর সিগারেট এর ধোঁয়ায় ।
হঠাৎ আবার নতুন স্বপ্ন নতুন আশায়
নিজেকে তৈরি করেছি,
রাজি না থাকলে বলবে অন্তত একবার
বিশ্বাস ভাঙ্গিও না,
আমার একটিই মন
ভাঙ্গা গড়া করবো কতো বার।
প্রিয় হবু বউ
ভালো থেকো
সুস্থ থেকো ।।