একটা প্রাণ মারা গেল নিশ্চুপ দুপুরে
প্রকৃতির কোথাও কোন পরিবর্তন নাই
এক জন শুধু গুমরে কেঁদে বলে উঠল
কিছুই তো রেখে যাও নি আমাকে কেন রেখে গেলে?


প্রতিবেশী বলতে কেউ নেই
বাচ্চা গুলো বেশ ছোট অবুঝ
সবাই বুঝেছে এটা একটা লাশ
এখনো একথা মানতে পারছে না অবুঝ হৃদয়
বাবা-- আমাদের বাবা আর নাই।


মাটির গর্ত অথবা চিতায়
কোথাও তো এ লাশটা ফেলতে হবে
কারো সহযোগিতা পাইনি জীবিত অবস্থায়
কেউ আসেনি এগিয়ে দু:সময়
আজ লাশ টার কোন চিন্তা নাই
মানব সমাজ বা আপন পর নিয়ে
তারপরও কেউ এগিয়ে এলো না।


গন্ধ থেকে সমাজ কে বাঁচাতে
এগিয়ে এলো এক দল সাদা পোশাকের সমাজ কর্মী
কি সুন্দর করে নি:স্বার্থে লাশ টা কে নিরাপদে বাচাল।