মাঝে মাঝে মনে হয়
সেই-- অন্ধকার বড় আপন ছিল
তুমি আমার কত কাছের ছিলে
সে ছাড়া কে জান্ত বল।


যারা দুরে ছিল আলোর মাঝে
তারা দুরেই ছিল একে অন্যকে চেয়ে দেখতো।
আমাদের একই ইচ্ছা,একই হৃদয়
আর কিছুই তো দেখা যেতো না
আমাদের সবই সৌন্দর্যে মোড়ানো ছিল।


তোমার হৃদস্পন্ধন আমার হৃদয়ে
আমার নি:শ্বাস তোমার নি:শ্বাসে
পৃথিবীর এতো কোলাহল
আমাদের ঘুম ভাঙ্গাতো না।
চাওয়াতে পাওয়াতে শুধুই পরস্পরে
কিছুই ছিল না শান্তি ছাড়া সেই অন্ধকারে।