আমার সৃষ্টি, তোমার স্নেহ স্পর্শ
শাসন ধন্য, পুণ্য নাই বা হলো
অন্তত বাতাসের যন্ত্রে একটা মন্তব্য
অথবা সমালোচনা পাবার অধিকার
টুকু আমার চাই।


আমার অতৃপ্ত মনের কামনা
বংশের বাতি প্রজ্জ¦লিত রাখুক
ঘুচে যাক তার বন্দা নাম
এ টুকু তো চেয়েছিলে।


বিরহের অন্ধ কারে ধুকে
পাগল বেশে ফিরতো নির্জনে
মায়াবী এ পতিতা র বুকে
তোমাকে হৃদয় কনে রেখে
তাহলে কে জানা তো তোমার পরিচয়?


বড় লোভ আজও তোমার সে আদরে
তবু শুধু শুধু কেন দেবে তাই
না যদি পাই আমার যোগ্য তায়
প্রশংসা পাওয়ার যোগ্য হয়ে।


সত্য ই কারো হৃদয়ের তৃষ্ণা যদি মেটে
প্রজন নে দেবো এই দেহ-মন সঁপে।
তবেই হবো সার্থক জনক
তোমার ও পরিচয় রবে মর্ত্যলোকে।।      


১২/০৫/২০২০