বার বার শুধু চেয়ে ছিলো মা
ওদের জন্য এনো নতুন জামা
ওরা খুঁজে স্বাধীন রঙ্গিন খেলা
বুঝে না মার মন কেন উতলা ।


হৃদয়ে বাজে তার মোবাইল রিং টন
কিছু ভালো লাগে না মন বড় উচাটন
ঘুরে ঘুরে মনের ভুলে কাজের মাঝে
বার বার মোবাইল তুলে নেই হাতে।


দিন শেষে অবেলায় প্রতীক্ষায় ভাঙ্গা মন
ওপার হতে রিসিভ হলো তার মোবাইল ফোন
বহু দিনে ভেসে ভেসে আকাশের জমা মেঘ
আষাঢ় ফিরে পেলো ঝরাতে ব্যথার আবেগ।
ওপারে কন্ঠোটা অচেনা করুণ স্বরে
হ্যালো-হ্যালো বলুন, বলছেন কে?
যাকে চাচ্ছেন নেই-আর সে
সব রেখে চলে গেছে নিজের দেশে।


বজ্রের আঘাতে যেন ফেটে গেলো বুক
অঝর ধারায় ঝরল ভিজিয়ে নিজ চোখ
প্লাবনে ভেসে গেলো স্বপ্নের বাধা সুখ।


সুখে দুখে স্মৃতি বুকে দুরে থেকে যে জন
আনন্দে ভরাতে চেয়ে ছিলো সবার মন
নিয়ে নিলো তারে আজ মহামারী করোনা
ফিরলো না বাবা ঘরে নিয়ে নতুন জামা। ২৬/০৫/২০২০