তুমি নদী হয়ে আছো ব্যাথার সাগরে
আর আমি মেঘ হলেই তোমার কষ্ট হয়।
তুমি যুগ যুগ ধরে কত ব্যাথা বুকে বয়ে যাও
আমি একটু উষ্ণতার জন্য অভীমানে ভেসে ভেসে
বৃষ্টি হয়ে ফিরি তোমারই হৃদয়ে।
আমি চঞ্চল মনা ছলনা ময়
একটু শান্তির জন্য তোমাকে রেখে কোথায় না ঘুরি
বাইরেও যেতে চা্ই পৃথিবী ছেড়ে।
শুধু একটু উষ্ণতা,আশ্রয় পাই না
শেষ আশ্রয় ফিরে আসি তোমারই কাছে।


মরু পাহাড় বৃক্ষ পশু শহর গ্রাম সভ্য অসভ্য ধর্ম অধর্ম মালিক শ্রমিক নারী পুরুষ দিন রাত
সবার সব ব্যাথা নিয়ে তুমি যাও নীল  সাগরে।


তোমার গর্ভে কে না পুষ্ট হয়
আমিও তোমাতেই করি আবর্তন।


২৯/০৫/২০২০