বিশ্বকর্মা পুজো থেকেই
বাতাসে ভেসে বেড়াতো গন্ধটা
শিউলী ফুলের গন্ধ
বোনাসের গন্ধ
নতুন জামাকাপড়ের গন্ধ।
এখন বন্ধ কারখানায় ভরে যাওয়া কাশফুলের গন্ধ জানান দেয়
মা আসছেন আবারও।
আলোর মালায়
ভেসে যাবে চারদিক
শুধু প্রদীপের নীচে অন্ধকার
বন্ধ কারখানার গেটে আজ
অনিশ্চয়তার মাসকাবার।
ঢাকের বোলে
বাজবে বাদ‍্য
বাজবে কাঁসর ঘন্টা
তার সাথেই বাজুক মাগো
কারখানার সাইরেনটা।
রূপং দেহি ,জয়ং দেহি
যশ দেহি মা
অত কিছুই চাইনা মাগো
খুলুক বন্ধ কারখানাটা।
আগমনী উঠুক বেজে
সবার হৃদয় জুড়ে
ঢাকের আওয়াজ পৌঁছে যাক
সব মানুষের ঘরে।
তোর আসার আশায় মা
এইটুকুই চাওয়া
কারখানা না খুললে এবার
বোধনেই বিজয়া।