ছোট বেলায় একটা
অন্ধ ভিখারী আসত বাড়িতে।
করতাল বাজিয়ে
একটা গান গাইতো
"গুরু তোমার পাঠশালাতে
অঙ্ক শেখা হলো না
একে একে মিলে গেল
বাকি কিছু রইল না"
অনেক দিন পর
আজ আবার তার
কথা মনে পড়লো
সত্যিই কত সহজেই
গুরুরা অঙ্কটা মিলিয়ে দেয়
আমাদের যাবতীয় হিসাব
গুলিয়ে দিয়ে।
অঙ্কটা বোধহয়
আজও শেখা হলো না।