ঘুরে বেড়াই মেলায় মেলায়
মনটা তবু পালায় পালায়
আপন ছিল কে আর কবে
ঘর ছেড়েছি মোক্ষ লাভে
দিন আনি দিন খাই
আমার কোন অভাব নাই
তোমরা থাকো ছোটটো ঘরে
আমার ঘর দুনিয়া জুড়ে।
আকাশটাকে ছাদ করেছি
ঘাস বিছানায় শুয়ে
জীবনের কি মেলে হিসাব
একে একে দুয়ে
তোমরা যারা মেলাও হিসাব
আসলে গোজামিল
মনের জানালা বন্ধ রেখে
হ্নদয়ে দিয়েছে খিল
আমি ত বেশ ভালো ই আছি
দিব‌্য আছি খাসা
শূণ্য নয় আমার ঝুলি
পূর্ণ ভালোবাসা।