কেটে যায় একটা জীবন নির্বিবাদে
যদিও বা কেউ হেসেছিল জন্মে
মৃত্যুতে তার কেউ না কাঁদে।


কেটে যায় জীবন অবহেলায় অনাদরে
প্রতিদিন প্রতিরাত
একলা নিজের ছোট্ট ঘরে।


দিন কেটে যায় কাটে মাস
বছর বাড়ে ক‍্যালেন্ডারে
নেতিয়ে পড়া জীবন
ভিজতে চায় রোদ্দুরে।


আসেনা রোদ কোনোদিন
রোদ করেছে আড়ি
ছোট্ট ঘরে জানালা নেই
সস্তার ভাড়াবাড়ি


অল্পই চাহিদা তার খেয়ে পড়ে থাকা
এমনই করে প্রতিদিন
একলা বেঁচে থাকা।


দীর্ঘ হতে দীর্ঘতর চায়নি পরমায়ু
অপক্ষার অবসান আজ
স্তব্ধ প্রানবায়ু।


আজ বুঝি মুক্তি তার আজ পরম পাওয়া
অনেক আগুন অনেক রোদ
একটু বাঁচতে চাওয়া।


তিনকূলে ছিলনা কেউ
বেওয়ারিশ লাশ
খুঁজবেনা কেউ কখনও
কাটবে বছর মাস।