আমাদের বাড়ির বাগানে
একটা কদম ফুলের গাছ ছিল
বর্ষায়  ফুলে ফুলে ভরে যেত
গন্ধে ম ম করতো চারদিক
আমরা বলতাম কদমতলা
ভারী প্রিয় ছিল গাছটা
একবার বাজী ধরে
গাছের মগডাল থেকে
ফুল পারতে গিয়ে
বকা খেয়েছিলাম জোর
আমাদের ছোটবেলার সঙ্গে
জড়িয়ে ছিল গাছটা
কত গল্প কত স্মৃতি
তারপর
হঠাৎই একদিন ভীষন ঝড়ে
গাছটা উপড়ে গেল মাটি থেকে
সেদিন খুব কেঁদেছিলাম
অনেকদিন পর্যন্ত
সবাই জায়গাটাকে
কদমতলাই বলতো
তারপর কখন যেন সবার
অলক্ষ্যে একটা অশ্বথ্ব গাছ
বেড়ে উঠেছে
এখন আর কেউ
কদমতলা বলেনা
একজনের শূন্যস্থান
অন‍্যজন ভরাট করে
প্রকৃতির নিয়মে
শুধু কারো কারো কাছে
থেকে যায় স্মৃতি
যা কখনো কোনো ঝড়
পারেনা উপড়াতে


এখনো বর্ষাকালে
আমার নাকে
ভেসে আসে
সেই কদম ফুলের গন্ধ।