আমি চলেছিলাম
অনেক দূরের পথ।
যেতে যেতে সে আমার
পথ আগলে দাঁড়ায়
আমি বলি সরে যা
রাস্তা ছেড়ে দাঁড়া
কোনো ভ্রূক্ষেপ নেই
আমি একপা এগোলে
সে ও একপা এগোয়
লাজলজ্জার মাথা খেয়ে
চিৎ হয়ে শুয়ে থাকে
পথের মাঝে।
গালি দিই,ধমকাই
তবুও সে অনড়।
ধীরে ধীরে ক্লান্ত আমি
হাল ছেড়ে দিই
দেখি ক্রমশ সে বড় হচ্ছে
বড় ,অনেক বড়
সে ছাপিয়ে যাচ্ছে আমাকে
সূর্য নামে পশ্চিমে
এবার দিন শেষ।