আলতা পরীর মেঘের দেশের
মেঘ পিওনের দল-
আসবি কবে আমার বাড়ী
একবারটি বল।
প্রলম্বিত দিনগুলি আর
রাত্রিময় বিভীষিকা-
আলতা পরী কি জানো না
আজও আমি ভীষণ একা।
মেঘের ভেলায় ভাসিয়ে দিলাম
আমার না লেখা যত চিঠি-
বৃষ্টি হয়ে ঝরুক তারা
ঝরতে ঝরতে বাদল
মেঘ পিওন পায়না খুঁজে
চেনা মুখের আদল।
চেনা চেনা মুখ গুলো সব
অচেনা হয়ে যায়।
শুধু একা – বসে থাকা
অসীম শূন্যতায়।