একেকদিন সন্ধে নামে
সন্ধে নামার আগে
একেকদিন রাগ পূরবী
করুন সুরে বাজে
একেকদিন বৃষ্টি নামে
মন খারাপ করে
একেকদিন বদলে যায়
বিকেলবেলার ঝড়ে
একেকদিন আলোহীন
ডুবে যায় অন্ধকারে।
একেকদিন হঠাৎ একা
হারিয়ে মেলার ভিড়ে।
একেকদিন ভোরে ওঠার
থাকেনা কোনো তাড়া
একেকদিন কর্মহীন
আলসেমিতে ভরা।
একেকদিন পুরোনোদিন
রোদে দেবার পালা
একেকদিন আদরমাখা
বাক্স প‍্যাঁটরা খোলা।
একেকদিন পরিপাটি
যেখানে যা ছিল তা
একেকদিন ব‍্যস্ত থেকে
হয়তো ভুলে থাকা।
একেকদিন ভুল হয়ে যায়
সে কি অনেক দূরে
এখন আমি সবদিন
একা নিজের ঘরে।