ঘরের মধ্যে ভাঙা ঘর
এক বিছানা ভাগাভাগি;
এক আকাশ কালো মেঘ
ঘুমহীন রাত জাগা পাখি।
লক্ষকোটি ঘুনপোকা
বালিশ বিছানা কুঁড়ে খায়
সব চিঠি চলে যায় ভুল ঠিকানায়।
উষ্ণতা মরে যায়
শুধু সম্পর্কের দায়
মরা নদী শুয়ে থাকে
বাসী বিছানায়।
ক্ষতবিক্ষত একাএকা
অভ‍্যাসে বেঁচে থাকা
জমতে জমতে বরফ
কত না বলা কথা
লাশকাটা ঘরে
পাশাপাশি শুয়ে থাকে লাশ
বালিশ বিছানা ভেজায়
এক সমুদ্র নোনা বাতাস।