ভেবেছিলাম হেঁটে যাবো
ছায়াপথ ধরে
ধ্রুবতারা কম্পাসে
চিনে নেবো পথ
যে পথ গেছে
হারিয়ে পথের বাঁকে।
ঝরে পড়া আমের মুকুল
মাটির সোঁদা গন্ধ
মিলেমিশে একাকার
তবুও সুগন্ধি
সাবানের সুবাসে
আটকে আসে দম
ইচ্ছেমতো ইকেবানা
ইচ্ছেখুশী পরোয়ানা
অনুভবে গায়ের গন্ধ
সব পরিযায়ী পাখি
ফিরে গেছে
অন্য কোথাও
অন্য কোনোখানে
বদলেছে গতি
মেঘে ঢাকা ধ্রুবতারা
মিশে যায়
সব তারাদের সাথে।