জাদুসম্রাট ইন্দ্রগুপ্তের ইন্দ্রজাল,
পূর্ণ প্রেক্ষাগৃহে
উৎসুক দর্শকমন্ডলী।
এমন জাদুকর
অমিল ভূভারতে।
উজ্জ্বল ঝলমলে পোশাকে
অবতীর্ণ তিনি,
এক অদ্ভূত মায়াজালে
আবিষ্ট সকলে।
শুরু হয় ইন্দ্রজাল।
কিন্ত নতুনত্ব কোথায়?
এ তো সেই একইরকম
লাল ফুল সাদা
সাদা ফুল নীল।
চিৎকার করলাম
আমরা নতুন কিছু দেখতে চাই
কিছু অন্যরকম
জাদুকরের সহকারী
বলে অপেক্ষা করুন
চমক আছে শেষে
অগত্যা বসে রইলাম চুপ করে
হঠাৎই দেখি
জাদুকর তার ঝোলা থেকে
চকোলেট ছুঁড়ছেন
দর্শকদের দিকে
ধুম পড়ে যায় কুড়োনোর
হাত নাড়তে নাড়তে
বিদায় নেয় জাদুকর
জনতা মজে তখন চকোলেটে।
বেড়িয়ে পড়ি প্রেক্ষাগৃহ ছেড়ে।
যদিও বেশীরভাগ লোকই
চকোলেট পেয়েই খুশি
তবুও কিছু লোক বলে
পয়সাটা জলে গেল
আসলে ভুলটা তাদেরই
জাদু বলে কিছু হয়না
সবটাই বিঞ্জান।
কাউন্টারে খোঁজ নিয়ে জানলাম
কালও
প্রেক্ষাগৃহ পূর্ণ।