কত কি করার ছিল
কিছুই হয়নি করা
কত পথ যাবার ছিল
একই পথেই ঘুরে মরা


কত কী বলার ছিল
কিছুই হয়নি বলা
কত কী শোনার ছিল
কত ডাক চেনা গলা


কত স্বপ্ন দেখার ছিল
কত ছবি আঁকা
কত সময় জমেছিল
অনুভবে একা


কত জনই তো বলেছিল
আসব আবার ফিরে
কত স্মৃতি মুছে যায়
সময়ের ভিড়ে।


কত রাত জেগে থাকা
একা নিজের ঘরে
হা্রিয়ে গেছি এখন
নিজের থেকেই দূরে।