আজ আবারও আমরা নীরবতা পালন করি।
সেই নীরবতা যা আমরা
পালন করে চলেছি
হাজার হাজার বছর ধরে।
বিদ্বজন গুনীজন
সমাজের হোতা
আজও নিশ্চুপ।
একটি মেয়ে চিৎকার করছে
তার শেষ সম্মানটুকু রক্ষার জন‍্য
আর আপনারা
ধর্মের ঠিকাদার গন
তারিয়ে তারিয়ে
উপভোগ করছেন।
সন্দিহান হয়েছেন
চরিত্র নিয়ে।
কত অযৌক্তিক সম্ভাবনার
তত্ত্ব আউরেছেন।
মুখ গুলো বদলায়নি
এতকাল পরেও
শুধু মুখোশ দেখেই
বাহবা দিয়েছি।
দিন গুনেছি
ভালো দিনের।
বুঝিনি তখন
আজও তারা বিবশ।
আজও তাই নীরব
আজও তাই হাথরস..
রাষ্ট্রের মদতে যে অপরাধ
রাষ্ট্রের মদতে যে হত্যা
তার জন্য পালিত হোক
আজ রাষ্ট্রীয় শোক।
ভারত আছে সেই মহাভারতেই।
সেদিনের সে ঘটনা
সূত্রপাত করেছিল
কুরুক্ষেত্রের।
আজও প্রস্তুত হোন
সেই বিনাশকালের।