পরিবহ তোকে পারিনি দিতে
একটুকু নিরাপত্তা
যে কোনো কিছুর শর্তে
পরিবহ বিপন্ন তোর জীবন
রাজনীতির ই আবর্তে।


পরিবহ তোকে পারিনি দিতে
বাঁচার মত
একটা সুস্থ সমাজ
পরিবহ তুই জেগে ওঠ
ঘুমোবো না আমরা  কেউ আজ।


পরিবহ আমরা পারিনি নেভাতে
অশিক্ষার এই আগুন
যা ব‍্যবহৃত কায়েমী স্বার্থে
পরিবহ তুই জেগে উঠে দেখ
মুখ লুকিয়েছে তারা গর্তে।


পরিবহ তোকে পারিনি দিতে
তোর প্রাপ্য
যতটুকু সম্মান
পরিবহ তোকে বাঁচতেই হবে
কে নেবে তোর জান।