অমলকান্তি রোদ্দুর খুঁজে ঢলে
আজও ক্লান্তি তার দুঢোখে
অমলের জানালা আজও খোলেনি
ফিরে গেছে সবে একে একে।
স‍্যাতস‍্যতে জীবন কেটে যায়
একটু রোদ্দুরের আশায়
রোদ্দুর আসেনা জীবনে
অমলরা চিরকাল হেরে যায়।
এভাবেই হেরে যেতে যেতে
ক্ষতবিক্ষত একাএকা
আঁধার জীবনে আজও
মেলেনা সূর্যের দেখা।
তবুও  আশা জাগে মনে
ভেসে যাবে একদিন সূর্যকিরনে
অমলেরা তাই আজও বসে থাকে
আমাদেরই মনের কোনে।