অমলের জন্য
অমলের জানালা আজ বন্ধ,
নিভে গেছে প্রদীপের আলো।
আকাশের তারাটি থেকে
আলো এসে পড়েছে
শূন্য মঞ্চে।
আলো আধাঁরে এ কার হাহাকার
সীতা না পাঞ্চালি?
নাকি অ পরাজিতা কোনও নারীর
সব যেন মিলেমিশে একাকার
কখনও লাস্যময়ী হাসি
কখনও উচ্চস্বরে বিলাপ
বুকের ভিতর গেঁথে যায় প্রতিটি সংলাপ।
রাজকবিরাজ খুলে দেয় সব জানালা
জ্বলে ওঠে আলো
আজও প্রেক্ষাগৃহ পূর্ণ
শূন্য মঞ্চে পড়ে থাকে
সুধার সাজি ভরা ফুল
অমলের জন্