খানিক শোক আকাশ এ লীন
খানিক নেয় সময়
খানিক থাকে বুকের মাঝে
জমাট বেঁধে রয়
উঠতে বসতে নানান কাজে
ভুলে থাকি কাজের মাঝে
নিদ্রাহীন একেক রাতে
সে শুধু চেয়ে রয়
শীতল শরীর
শুষে নিতে চায়
আমার যাবতীয় উষ্ণতা
রিক্ত আমি ক্লান্ত আমি
শ্রাবণ ধারায়
এভাবেই কত রাতে
মুখোমুখি তার সাথে
কত কথা না বলা
আর ও কত বাকী
নিষ্পলক রাতে
শুধু আমি আর সে
নির্জনে একাকী।