উঁচু তলায় ঘর বেঁধেছি
থাকার বড়ো সুখ
ইচ্ছেমতো জ‍্যোৎস্না মাখি
বাতাস ভরে বুক।


মাটির গন্ধ নেই এখানে
মাটি অনেক দূরে
একলা আকাশ সঙ্গী আমার
শূন্য  ভুবন জুড়ে।


নিজের সঙ্গেই বাস করি
নিজের সাথেই লড়াই
অভ‍্যেসে বেঁচে থাকি
এখন তোকে ছাড়াই।


বাঁচতে বাঁচতে ক্লান্ত আমি
জানে সব কটা তারা
যত্নে রেখেছি স্মৃতি সব
দিয়েছি   রাতপাহাড়া।


পাইনা আর তোর
গায়ের সোঁদা গন্ধ
সব চাবি হারিয়ে গেছে
সব দরজা বন্ধ।


চেনা নামে কেউ ডাকে না
আর আশেপাশে
ফিরবোনা আর কোনোদিন
মাটিকে ভালোবেসে।