বন্ধ কারখানায়
এখন শুধুই নীরবতা,
সাইরেনের আওয়াজ
মেশিনের শব্দ
সবই এখন অতীত।
চারদিকে ঝোপঝাড়
মাঝেমধ্যে শুধু
ছিঁচকে চোরের আনাগোনা
পুরোনো লোহার খোঁজে।
প্রথম প্রথম মানুষগুলো
ভিড় করতো গেটে
ইউনিয়নের নেতারা
বলতো সংগ্ৰামের কথা।
তারপর আস্তে আস্তে
সবাই ছেড়ে দিল আশা।
মাস পয়লার দিন
একটা বাজার বসত গেটে।
নাম ছিলো গেটবাজার
হরেক রকম জিনিস।
জামাকাপড় থেকে তেল নুন
জিলিপি বাতের ওষুধ
বাদ যেতনা কিছুই।
মানুষগুলোর মুখ
চকচক করতো
সারা মাসের পরিশ্রমের ফসলে।
এখন শুধুই অন্ধকার।
খন্ডহর হয়েই পড়েছিল জায়গাটা
আজ আবার সেজে উঠেছে
আলোর মালায়।
বিলাসবহুল আবাসন
আর শপিং মলের আজ উদ্বোধন।
আজও উপস্থিত
সেই সংগ্ৰামী নেতারা।
উন্নয়নের আলোকে
আজ ঝলসে গেল সেই
মানুষগুলোর চোখ
যারা এখনও
দড়ি দিতে পারেনি গলায়।