তাহলে আমিও হলাম পাথর
কারো অঙ্গীকারের কাতর,
জমায়েত দরদ পাহাড় প্রমাণ,
গড়িয়ে পড়ি ভুলে দিক মান
চুর চুর হোয়ে নদীর তলায়,
থাকি কাঁচ বালি হয়ে এই অবেলায়।
নদীর শীতল যদি হয় দরদের মলম,
নদীর স্রোতে যদি বহে সব ভ্রম,
তবে ভাঙ্গণেও লুকিয়ে নতুন সৃষ্টি,
বালি হয়ে যদি কোনো ঘর জুড়ি।।