মৃত্যুপুরীতে রাজাও যায় হেরে
জীবনের খোঁজে হাহাকার করে
পথে ঘাটে ঘোরে ফেরে
ভিক মাঙে ভিকিরির দরবারে।


যে নিজে দয়ার পাত্র
তার দানের সীমা নেই।
রাজার যদি হুশ ফেরে
ভিকিরীর সঙ্গদোষে,
পাটলিপূত্রধীর যেমনে
মিলায় সারণাথে
কলিঙ্গের অবশেষে।


*****************
বাগিচায় যখন ফুল ফোটেনা,
কালৈশাখীর ঝড়ে মুকুল ঝরেনা,
রাজনীতি যখন নীতির ধার বোঝেনা,
প্রতিবাদ যখন মানে বোঝেনা,
শাহীন বাগে মাথা তোলে ক্যাকটাস।
গণতন্ত্রের গালে চড় কষে
নির্ভয়া অপেক্ষায় দিন গোনে
দিল্লী ধরে থাকে ফাঁস।