তুই অনেকটা আমার মতন
        একাকি দাড়িয়ে জানালার সামনে,
সোফায় আমি থাকি বা না থাকি।


আবার অনেকেই রয়েছে আশেপাশে,
       কিন্তু ওরা চিরহরিৎ
                 পাতা ঝরানোয় দেয় ফাঁকি।


এই শীতের শেষে
              নগ্ন শাখাপ্রশাখায়
                 ওজন হারিয়ে
                 আমরা তুলনামূলক ন্যাড়া।


দুঃখ করিসনা,
       সময়ও ওদের কাছে উপেক্ষিত,
       শুধু আমাদের দ্যায় তাড়া,
                              পাতা খসানোর।


আসলে সময়ের সময় খুব কম,
       নেই কোনো বাতিক্রম,
       দৌড়য় সর্বদা
       পিঠে মলমের বোঝা
                        কচি পাতা গজানোর।