আজ সারাদিন বৃষ্টি নামুক,মনকে এবার বৃষ্টি ভেজাক,
চুপ থাকা এই সময় কেমন,বুকের ভিতর জ্বলছে হেজাক।


হেজাক আলোয় চোখ ধুয়ে যায়,নদীর মত'ই চঞ্চল,
ভিজতে যদি নাই হয় মানা,ভিজবি কি তুই বল?


বারুদমুখী অভিমান আজ,বুলেট নিয়ে বুকে,
মারণ বলতেই মনে পড়া তার,ভীষণ অসুখের।।


এমন একটা দেশ হবে তার,স্বপ্ন সেথায় আকাশ ছোঁয়া,
নেই কাঁটাতার ,নেই বিধানসভা, ধর্ম সেথায় তোমায় চাওয়া।।


চাইতেই গিয়েই,চাইছি কতই,স্নানের ঘরেই এক পৃথিবী,
ঘুমের ঘোরেই ,জানো কি প্রিয় ,রোজ তোমাকেই,ছুঁয়ে দি।।


জানতে যদি,মেঘ কেন মন,জানতে  যদি সবটুকুটাই,
পারতে বলো ,বলতে সেদিন,ভালোবাসাও আঁততায়ি?


ওসব আমি কিছুই জানি না গো, জানি শুধু সামলে রাখতে,
বুকের ভিতর আস্ত নদী, যদি তুমি জানতে।।


একলা এ ঘর ,কাটছে না দিন,ভাল্লাগে না কিছু,
হঠাৎ দেখি সব যেন বদলে গেছে,তোমার অনেকটা দূর।।


জানি,
শতাব্দী সব ভুলে যায়,যেমন ভুলে যাও তুমি ।
আমি আজও বিকেল হলে,তাই নিয়ম করে কবীর সুমন শুনি।।