বুকের ভিতর মালভুমি রেখে ,শিরায় শিরায় নদীপথ ।
পথ শেষ হয়েছে লোনাজলে। মাথায় ভেঙে পড়ে
মাঝে মাঝে পাহাড় ,ভূমিধসে উপত্যকা ,সবুজ চায়ের
বাগানে দৈনিক ব্যস্ততা তখনও ।।


শহরের সীমারেখা ধরে এগিয়ে যেতে যেতে মেঠোপথ
দিনমুজুর কিংবা ভাগচাষীর অধপেট হাসির কুঁড়েঘর ।
চিমনির ধোঁয়ায় প্রহর গুণে সবাই মালিক শ্রমিক ।
নিষিদ্ধপাড়ায় তখনও খুশির প্রদীপ জ্বলে উঠে ,আগমনী ।।


কেউ কেউ ভোটের আগে মুখোশ পরে
হাজার প্রতিশ্রুতির স্বপ্ন বেচায় ।
তারপর ওরাই রক্ত চুষে খায় ।।


তবুও পথশিশু পতাকা হাতে কোনো না কোন
স্কুলের সামনে ,সবার মতো গেয়ে উঠে "বন্দেমাতরম"।।