ধরে নাও আমিও আঙ্গুল গুণে গুণে
আড়াই চাল।বেবাক হাওয়া।আচ্ছেদিন ...


     ওখানেও মোমবাতি জ্বালিয়ে।প্ল্যাকার্ড ।
            "রাস্তা মেরামত নয় ,একটা আস্ত দেশ দিন "


ধরে নাও কাদামাটি।খেলনাবাতি।ল্যাম্পপোস্ট।
শব্দ শুনে কান পেতে থাক।"আবোল তাবোল" হচ্ছে পোস্ট ।


সন্ধ্যা বেলার চায়ের কাপে দিন ফুরিয়ে গেছে
                 যুদ্ধ তবে কই?সে খিদের রাতে?


ধরে নাও লিখছি না আর
                   নিলাম পাহাড় ।ধাপ কেটে
      আমিও শ্রোতা,আমিও পথিক
               ভীষণ কোনো অবাধ্যতায় হাটছে সে..।