হাঁটু জল ভেঙে চলতে চলতে গভীর লোনা জলে
মিশে গেছে একটা পর একটা স্বপ্নের কুঁড়েঘর ।
বাঁধ ভাঙ্গে ,সেতু ভাঙ্গে তারপর ।
আকাশের চাঁদ তখন ঝলসানো রুটি হয়ে জিভের ডগায় ঝুলে  ।।


মাঠের পর মাঠে ,ধানজমি ...সোনার ফসল ।
খাবার তো শেষ হয়ে গেছে কবে !
ত্রাণ শিবির গুলো তবুও নাকি বিক্রি রাজনীতিতে।
সবুজ কোথায় বলো ,যেদিকে তাকাও জল আর জল ।।


"ওটা তো পিছিয়ে পড়া জেলা , থাক আরো পিছিয়ে ,
আমার টাকা সব সুইচ ব্যাঙ্ক জমা, কেন যাবো দিতে ।
মরছে মরুক আমার তাকে কি ,
সব ভেসে গেলে তো সব জিনিস চড়া দামে করতে পারবো বিক্রি ।।"