ধুলো ঝেরে রাখলুম আলমারীটায়।
বইখাতায় উঁই পোকাদের গোছানো সংসার।।


আরশোলা গুলো ডাইরিটার পাতা খেতে গিয়ে থমকে যাই নি,
থেকে যাইনি যত শব্দ লেখা ছিল ভুলভাল,
আলু মাখা দিয়ে ভাত মেখে রাখি সন্ধে হলেই যেমন।


আসলে শুধু "কথা বলা হয়নি বলে" কেউ একবারও
গিটারের ছটা তারে তুলেনি কবীর সুমনের গান।


সব ভাঙ্গার শব্দ শুনেছি ,শুধু হৃদয় ভাঙ্গার শব্দ শুনিনি কোনোদিন।