যতটুকু এই আমি ,প্রতিটি মৃত্যুকে চেটে পুটে খাই,
ছায়াতেই ঝকবাজি আজও, তোমরা ভাব রোশনাই।।


চশমাটাও ক্লান্তি নিয়ে রোজ,ভিজে যায় দু একটা শ্রাবণ,
বাড়লে বয়স ,মনও বুঝে যায় ঠিক কতটুকু বাড়ছে ওজন।।


পাহাড় বুকে মেঘ নিয়েছি সঙ্গী করে,বুকের ভিতর খরস্রোতা,
প্রতিটি মানুষ ভালো বক্তৃতা দেয়,নিজেই নিজের যখন  শ্রোতা।।


আমি শুনেছি সে গান,মাঝে সাজে ভীষণ বাড়ে জ্বরও,
এ আমি কেমন আমি নিজের দাফন নিজেই কিনে,আদর করে আয়না ধরো?