কিছু সহজ কথা দিয়েই হোক
শুরু
১. "আমি তোমাকে খুব ভালোবাসি"


২."আমি তোমাকে ভীষণ ভালোবাসি
তাই ঝড় জলের দিনেই তোমার কাছে আসি"


৩."আমি একটুও ভালোবাসছি না তবুও.."


উপরের তিনটি শব্দমালার অর্থ একই
কিন্তু ভাব ,অনুভূতি ও প্রকাশ আলাদা


প্রথমটি সাধারণ মানুষের মুখের কথা ,আর দ্বিতীয়টি ক্যাবি করে লেখা কবি কবি ভাব নিয়ে বলা (ফেসবুকের কবি)


আর তৃতীয়টি ভীষণ মধ্যবিত্ত সংসারী  এক ঘেয়েমিপনা হারতে থাকা লোকের কথা ...


আর এখানেই কবি ও অ-কবি,কবিতা ও কবিতা-না এর মূল পার্থক্য...


(সংক্ষিপ্ত)


©জ্যোতির্ময়


#ইন_সার্চ_অফ(সিরিজ থেকে)