ব্যর্থ প্রেমের লিখছি চিঠি, ফ্লপ হওয়া কোন বই
ধোঁয়ার দাগে চুমুর প্রতিশ্রুতি,সন্ধ্যা নামে নিয়মিত'ই।


জলের আঁচড় ,জলের দাগে ,ভিড় বাস আর লোকাল ট্রেনে
বস্তি কোনো মেয়েকে দেখা ,নোংরা হাতে প্রেমের গানে।।


বইয়ের আদর বুকের ভিতর,নিখোঁজ হওয়া কবি
দমদম থেকে হাওড়া গেছে ,শ্যামবাজারের রফি'ক।


আমার তখন স্বপ্ন ভীষণ,ইচ্ছেগুলোর চৈত্র মাস।
কলেজ থেকেই নন্দন যাবো,প্রেম নামক সর্বনাশ।।


গরুর রচনা লিখতে গিয়ে ,দু একটা কথার অভিমান
কালীঘাটেই রফিক সেদিন বুঝি দিয়েছিল শেষ আজান।।


হিসেব কিতেব সব মিটেছে ,ব্যস্ত বাগিস দুর্গা পুজো
সবটুকুই তো দিলাম আমি কলকাতাকে,শিরদাঁড়াও হচ্ছে কুঁজো।।


এখন পাহাড় ভীষণ ডাকে,যতটুক লেখা,লাশ ভিড়ে থাকে,
ফিরবে বলেও হয়নি ফেরা,আমার প্রেমের কলকাতাতে।।


#Happy_Birthday
#City_of_Joy
#kolkata