ছুঁয়ে দেই,
    ঠোঁট,
জ্বরের শরীরে  ছায়া ছায়া আলো,
কে তুমি ,ভীষণ মরশুমী
ভীষণ  মনকেমনে অনুঘটক?


ভিজে যায় রাস্তাটা
ভিজে যায় শান্ত চোখ,
  বৃষ্টি কিনে দিতে পারি
              কৃষ্ণচূড়া!
চল রাস্তায় নেমে আসি ,
গাছেদের মত,পাহাড়!
    আমার ভয় পাওয়া চেহারা ।।


কিছু গান থাক,
কিছু রাত গুনে রাখা,
কিছু শাসন নিয়মমাফিক।
    এমন বিকেল হবে,হাত ধরে রাখা,
  এক চোখ শ্রাবণ মেঘের আদর রেখে দিও,
        জামার নীচে জমাট বাঁধা শীত।।