জল পেরোতে পেরোতে কেটে গেছে বছর দিন মাস।
আমি কোনদিন প্রশ্ন করিনি,যেতে দিয়েছি অনায়াসেই।।


প্রেমিক প্রেমিক কাব্যি নিয়েই রোজরাত জাগার গল্প।
অথচ প্রেম বলতে যতটুকু জানি,ডাকটিকিটের উপর লেখা নাম।।


প্রতিটি আর্তনাদের পর মানুষ চুপ হয়ে যায় ভীষণ।
ধুলোতে লিখে দিও ডাকনাম গুলো।জল ধুঁয়ে যাবে!


অথচ জল পেরোতে পেরোতে পেরিয়ে যাচ্ছি
ছেলেবেলা,বন্ধুদের ভিড়,ট্যাফিক জ্যাম,অফিস।


উল্টো স্রোতেই আলু সেদ্ধ ভাতঘুম দিয়ে তবুও  আমাদের বসে থাকা।
পৃথিবীর শেষতম বৃক্ষরোপণ ভেবে।