২০১৭ এর প্রথম কবিতা  


          
##
রক্তিম প্রভাতে বারুদের গন্ধটা হয়তো আর নেই
হয়তো চাতক বৃষ্টি পেয়ে যাবে ।
সোনালি সকালে শিশির ভেজা দূর্বা ঘাস
কে যেন সাত সকালে পা মারিয়ে গেছে
দুর থেকে দুরে ..পায়ের রক্ত লেগে গেছে
হয়তো তার দূর্বা ঘাসের ।


##
সময়টা হয়তো বদলে যায় ,
ক্যালেন্ডারে দাগ কাটা হয় একটার পর একটা করে
এবং সেটা পুরোনো হয়ে যায় ।
রুটিন কিন্তু বদলায় না ,সেই একঘেঁয়েমি জীবন
ঘামের গন্ধে সন্ধ্যা হয় ঠিক আগের মতোই।
ক্ষুধার্ত মুখ গুলিতে ঝলসানো রুটির অভিপ্রায়
যার আছে ভুরি ভুরি সেই বেশি চায় ।।


##
হিসাবের খাতায় নতুন হিসাব শুরু
মিছিলের ভিড়ে নিস্তব্ধ হাত গুলো অলস ।
ভুল পথ সে নিজেও জানে তবুও অনুসরন ভয়ে।।
পরিবর্তন নয় ..শুধুই প্রত্যাবর্তন ।।


##
এবার পা তুলো ..সামনের ওই যে হিমালয় আছে
ওটায় উঠতে হবে ,ওই সাহারা বুকে মরুদ্যান গড়তে হবে ।
অতীত থেকে শিখে নিয়ে ..
যে অন্ধকার গুলো তোমার অলি গলিতে এখনো আছে
সেখানে এবার ল্যাম্পপোস্টের আলো জ্বালাতে যে
তোমাকেই হবে ।।
তাই সামনের সিঁড়ির ধাপটা সাবধানে ।।