শুকনো গোলাপ অল্প আঁচে ,দিন পুড়েছে ভীষণ।
রাতের কোথাও জানালা খোলা,ভুলের কাছে শিখছে জীবন।।


এইতো সেদিন হোঁচট খেয়ে পড়ছি প্রেমে
মনের কাছে মস্তিষ্কে বিকোচ্ছে চড়া দামে।।
কথার খেলাপ কেউ রাখে না,সময় দিচ্ছে না ছুটি।
ভুলের আমার সেঞ্চুরী, আর উলট পালট রুটিন।।


সেই কবে স্কুল পালানো, সেই কবে স্বপ্ন বিকে
রাস্তার কোনো মোড়ে'ই বোধহয়, প্রেম প্রস্তাব বান্ধবীকে।।
পটেক কাটা বাবার জামায়, মায়ের থেকেও চুরি
ভুল কেনা সেই ছোট্টবেলার,ভীষণ বুঝতে এখন পারি।।


বাবার ঘামে ভিজেছে স্বপ্ন,মায়ের পাতে নেই ভাত।
সব ভুলতেই ফুলের মাশুল,এখন বুঝিয়ে দিচ্ছে প্রতিটি রাত।।


ঝড়ের রাতে উড়ছে হাওয়া,উড়ছে টাকা মদেও
সে দাদাটাও হদ্দ বোকার মত গিলছে সেদ্ধ ভাতও।।


রোজ করে যাওয়া হাজার ভুলে,ভাঙছে শহর-বাড়ি
কলেজের সেই ক্যান্টিন জানে,সাপ্লি খেয়ে দম দেওয়া সেই ঘড়ি'র।।


রোজ মরতে থাকা মানুষ জানে,বাঁচার মানে
ভীষণ কোনো একলা হয়ে ,ঠোঁটের চুমু বিজ্ঞাপনে।।


ব্যর্থ বইয়ের পাতায় তখন ,হাসছে যে সব কান্না।
নিজেকে সামলে নিয়ে'ই,অতীত শিখে বলবে জানি"আর না"।।


#শিক্ষক


#এবং ও তারপর


#Happy_Teachers_Day