কাশ ফুল ফোটে ,নদীর দুকূলে উৎসব আগামী ।
মূর্তিগুলো প্রতিমা হয়ে  ধুপ ধুনোয় মোমবাতি
জ্বালায় ফের ,মিছিলে শ্লোগান "এখনো চীনের
প্রাচীরে  দূরবীন মুখী চাঁদ ,দু দেশের কাঁটাতার
প্রেমের ছোঁয়ায় ফের মুছে যাক " ॥


সতেজ হয়ে উঠে শুকনো গোলাপ ,
বৃষ্টি ছোঁয়া চাতক রামধনু আঁকে  ।
অঙ্কের খাতায় কাটকুটি খেলা শেষে
নতি বিহীন সমীকরণে প্রতীক্ষার সর্ব্বোচ্চ মান ।।


প্রতিবাদী মুষ্টি বদ্ধ হাতে গোলাপ এখন  বুলেট ,
রক্ত পাতের দিন শেষ ,দুর্বা ঘাসে বৃষ্টি কণা
মেঘের শহর ছেড়ে আপেক্ষিক উষ্ণতায়  ।
ধর্ষিত মনের শিরোনাম হোক তবে
সমাজের ওই কালো ধ্বজায়  ....আরও একবার ॥