এই রাস্তাটা চলে গেছে দূরে থেকে আরও দূরে ।
জল কাঁদা ,গিরিখাত পেরিয়ে পথ চলা ।
মাঝে মাঝে মালভুমি ও দুর্গম পাহাড় উঠেছে জেগে ।।
হোঁচট খেলাম , চলতে চলতে পা পিছলে গেল ফের ।।
আবছা আলোয় দেখলাম কিছু ছায়া মুখ ...
আজকাল বন্দি খাঁচায় বন্ধ যে মন ,মন খারাপের অসুখ ।।
হঠাৎ তখন সূর্য উঠল কালমেঘ সরিয়ে ,প্রভাতের আলো
হাত ধরে আমায় আরো সামনে কে যেন এগিয়ে দিলো ।।
ভেঙে ফেলে কাঁচের খাঁচা ,মুক্ত করে মন ,ভুল গুলো শুধরে দিলে সব ।
তবে খুলে দাও মন ,খুলে দাও বন্ধ তালাও ,তুমিও তো আছো
সব শেখাবার ,তুমিই পথ প্রদর্শক ,তুমি যে শিক্ষক ।।