একটা ছক কাটা থাক, এক্কা দুক্কা, খেলছো বেশ।
পিঁয়াজের খোসা।উঠোন তখন রোদের খেলায়
       তুমি প্রেম বলো,আমি ধর্ষণ লিখি,অলোকেশ!


যে পথে কেউ যায়নি ,কেউ চোখ বুজে দেয়নি ঘুম,
অলোকেশ তুমি, কাগজের ঠোঙ্গা,
ভোটের দিনে, ছাপ্পা দেবে তো,হয়েছিস কেন খুন।।


শাড়ি খুলেছো,বাসি মুখে'ই খাচ্ছ চুমু
কংক্রিট সে শহর তোমার, সিদ্ধ ভাতের মাস্তানি
              গান লিখেছ প্রেমে'র ,চুরি করেছ সুর..।


চেনা না তোকে কেউ,তুই তো সে কীট
অ্যাসিড ছুড়েছো,প্রেম বলেছো ,প্রেমিকার মুখে,
                    ধর্ণা দিয়ে বলছ প্রেমিক!


ভীষণ খিদে পায়,সবার মতোই,মাংস হবে! দেশ।
মৃত্যু হয়ে চুমু খাও দু গালে তার, অলকেশ..।



(অজাত শত্রু)