ছেলেটা উদভ্রান্তের মতো ছুটছে।
পিছনে ছুটছে জনা দশ।
সবাই দাঁড়িয়ে মসকো দেখছে রাস্তায়
গুটিকতক সত‌্যিই বিবশ।


কানাঘুষো এল...
এটা নাকি চুরির সাজা।
পাশের দোকানে বেসুরো আওয়াজ,
আজা জানেমন আজা।


ছেলেটা উদভ্রান্তের মতো ছুটছে।
পেরোলো মন্দির, পেরোলো মসজিদ,
পেরোলো গির্জার ঘন্টা...
এরা কী মানুষ, নাকি শুধুই পাষান!
একটু গলেনা মনটা?


সার্কাসটা বেশ মজার...
সম্পর্কটা শুধু খাদ্য-খাদকের
অপেক্ষা খালি খোঁজার।


আমার কৌতুহলী প্রশ্ন,
কী হাতালো, অর্থ নাকি সোনা-দানা?
"ধুর দাদা, ওসব কিচ্ছু নয়,
এখনও গজিয়েছে নাকি ডানা?


এখনও তো ও দুধের শিশু,
কোথায় ওর এত অওকাত?
খিদের জ্বালা সহ্য হয়নি, তাই
চুরি করেছে, দু-মুঠো ভাত।


ছেলেটা উদভ্রান্তের মতো ছুটছে।
পিছনে ছুটছে জনা দশ।
সবাই দাঁড়িয়ে মসকো দেখছে রাস্তায়
আমরা আজ সত‌্যিই বিবশ।