এবার একটু বিরতি চাই আমি। নিজেকে একটু চাই।
চাওয়া আর না চাওয়ার ভিড়ে, অস্ফুটে সত্ত্বা হারাই।
কিছুটা আজ দিয়েছি আমি। জানি। অনেকটা উজার বাকী...
উত্তরগুলো না জানি কেন, হাতড়ায় খালি। প্রশ্নতে ছিল ফাঁকি।
পরের ভাঁজে তোর চেনা মুখ আছে। লুকোনো কালসিটে চোখ।
বিপ্লব? তোর ওই স্যাঁতস্যাঁতে বুকে! তারচেয়ে, চুমুটা আমার হোক।
দেহটা আমার হোক। মনটা আমার হোক। আত্মাদের বিলাসিতা।
তোর গর্ভে পোড়া বারুদের শ্বাস। একলা কার্তুজ জ্বালাবে চিতা।
একলা কার্তুজ জ্বালাবে চিতা।
একলা কার্তুজ জ্বালাবে চিতা।
হয়তো আজও আদুরে আবদার আছে। আছে চেতনার কালবোশেখি ঝড়।
এবার একটু বিরতি চাই আমি। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।।